
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নেয় জুনিয়র টাইগাররা। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১৯৮ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ৩৫.১ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ভারতীয় দল।
বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স
শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১ রান করে ওপেনার কালাম সিদ্দিকী সাজঘরে ফেরেন। ৬৫ বলে ২০ রান করেন জাওয়াদ আবরার। অধিনায়ক আজিজুল হক তামিমও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন; করেন মাত্র ১৬ রান।
শিহাব জেমস ও রিজান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দুজনই ফিফটি থেকে দূরে থাকেন। শিহাব ৬৭ বলে ৪০ রান করে আউট হন, আর রিজান ৬৫ বলে করেন ৪৭ রান। তাদের বিদায়ের পর বাংলাদেশ ১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে।
তবে শেষ দিকে ফরিদ হাসানের ৪৯ বলে ৩৯ রান এবং মারুফ মৃধার অপরাজিত ১১ রানের ইনিংসে ভর করে ১৯৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ভারতের পক্ষে হার্দিক রাজ, যুধাজিৎ গুহ ও চেতন শর্মা দুটি করে উইকেট শিকার করেন।
ভারতের ব্যাটিং ব্যর্থতা
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে ভারত। ওপেনার আয়ুশ মাত্র ১ রান করে ফাহাদের শিকার হন। বৈভব সূর্যবংশী ৯ রান করে মারুফ মৃধার বলে আউট হন। দলীয় ৪৪ রানে ফেরেন সিদ্ধার্থ।
এরপর ইমন পরপর তিনটি উইকেট তুলে নিলে ভারতের স্কোরবোর্ডে ৬ উইকেটে মাত্র ৮১ রান জমা হয়। অধিনায়ক মোহাম্মদ আম্মান এবং হার্দিক কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ফাহাদের দারুণ বোলিংয়ে ভারত থেমে যায় ১৩৯ রানে।
বাংলাদেশের বোলিং নায়করা
ইমন ও ফাহাদ চারটি করে উইকেট শিকার করে ভারতের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। এছাড়া টাইগার অধিনায়ক আজিজুল হক তামিম নিজের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে, যা দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।