
স্পোর্টস ডেস্ক:
স্পোর্টস ডেস্ক: সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ দল ৩২১ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে। সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে টাইগারদের শেষ চেষ্টা নিজেদের মান বাঁচানোর।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপাকে পড়ে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা টাইগাররা ৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস উভয়েই শূন্য রানে বিদায় নেন। তবে সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজের দৃঢ়তায় ব্যাটিং অর্ডার কিছুটা স্থিতিশীল হয়।
সৌম্য- মিরাজ জুটি দলকে ১৪৫ রানে নিয়ে যান। সৌম্য ৭৩ বলে ৭৩ রান করে আউট হলেও, তার ইনিংস দলকে গুরুত্বপূর্ণ ভিত্তি দেয়। পরে মিরাজও রান আউট হয়ে ফেরেন। এর পরপরই আফিফ হোসেন ফিরে গেলে দলের স্কোর দাঁড়ায় ১৭১/৫।
মাহমুদুল্লাহ-জাকেরের ফিনিশিং শো
শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী জুটি আবারো দায়িত্বশীল ব্যাটিং করেন। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৮৪ রানে (৬৩ বল) আর জাকের আলী ৫৭ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন। তাদের ১৫০ রানের জুটিই বাংলাদেশকে ৩২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে সাহায্য করে।