
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৫৮টি দেশ, বিপক্ষে ছিল মাত্র ৯টি। ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।
এবারের ভোটে উল্লেখযোগ্য বিষয় হলো, জার্মানি ও ইতালির প্রথমবারের মতো গাজার যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়া। তবে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর মধ্যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
ভোটের আগে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন যে, প্রস্তাবের সমর্থকেরা সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে সহায়তা করছে। অন্যদিকে হামাস জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে, তারা যে কোনো শান্তি উদ্যোগে সাড়া দিতে প্রস্তুত।
একই অধিবেশনে গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর সমর্থন এবং ইসরায়েলে সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধে প্রণীত নতুন আইনের নিন্দা জানিয়ে আরেকটি প্রস্তাব পাস হয়। এতে ১৫৯টি দেশ পক্ষে ভোট দেয়, ৯টি দেশ বিপক্ষে এবং ১১টি দেশ ভোটদানে বিরত ছিল।
জাতিসংঘের দুই দিনব্যাপী আলোচনা শেষে পাস হওয়া এই প্রস্তাবগুলো আইনত বাধ্যতামূলক না হলেও বৈশ্বিক মতামত প্রকাশে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজার চলমান সংঘাতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ৪৪ হাজার ৮০৫ জন এবং আহত হয়েছে এক লাখ ছয় হাজারেরও বেশি।
যুদ্ধবিরতির বিপক্ষে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, নাউরু, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা।
জাতিসংঘে পাস হওয়া এই প্রস্তাবগুলো বিশ্বব্যাপী গাজার মানবিক সংকটের প্রতি মনোযোগ আকর্ষণ করছে এবং সেখানে অবিলম্বে শান্তি স্থাপনের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরছে।