
আওয়ার টাইমস নিউজ।
বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য এ এক আনন্দঘন মুহূর্ত। ফিফার অনুমোদনের পর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলার হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা রইল না। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে যে হামজা এখন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সম্পূর্ণ অধিকার লাভ করেছেন।
ইংলিশ ফুটবল থেকে বাংলাদেশের মাঠে
ইংল্যান্ডের লিস্টার সিটির পরিচিত মুখ হামজা চৌধুরী প্রিমিয়ার লিগের এই ক্লাবটির হয়ে দীর্ঘদিন খেলছেন এবং একসময় ক্লাবটির অধিনায়কত্বও করেছেন। যদিও হামজার জন্ম ইংল্যান্ডে, তার শিকড় বাংলাদেশের সঙ্গে গভীরভাবে যুক্ত। তার মা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাসিন্দা। এই পারিবারিক যোগসূত্রের কারণে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন লালন করে আসছিলেন হামজা।
ফিফার অনুমোদনের গল্প
যেহেতু হামজার ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি, তাই ফিফার নিয়ম অনুযায়ী তিনি অন্য দেশের হয়ে খেলার যোগ্য ছিলেন। গত সেপ্টেম্বরেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে তিনি অনাপত্তিপত্র (NOC) পেয়েছিলেন। এরপর বাকি ছিল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। দীর্ঘ অপেক্ষার পর আজ সেই অনুমোদনও পেলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
বাফুফের উচ্ছ্বাস এবং হামজার প্রতিক্রিয়া
বাফুফে এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত। এক বিবৃতিতে তারা জানায়, “বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে।”
এদিকে, বাফুফেতে দেওয়া এক ভিডিও বার্তায় হামজা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবকিছুর জন্য আমি ভীষণ খুশি। বাংলাদেশের হয়ে মাঠে নামতে আমার তর সইছে না। আশা করি, খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।”
বাংলাদেশের স্বপ্নপূরণ
হামজার লাল-সবুজের জার্সিতে মাঠে নামার খবর শুনে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত। কোটি ভক্তের আশা পূরণ হতে চলেছে। হামজা চৌধুরী এখন শুধু একজন ফুটবলার নন; তিনি বাংলাদেশ ফুটবলের নতুন আশা।