
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি যশোরে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় শুধু শাসক বদল হয়েছে, কিন্তু জনগণের উন্নতি হয়নি। একদল ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে, আরেক দল এখন সেই সুযোগের জন্য প্রস্তুত।
ড. আজহারী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, “বাংলাদেশ এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। গত ১৫ বছরে প্রায় ৩ লাখ কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট হয়েছে, আর সাধারণ মানুষকে মৌলিক সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, কেবল দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। ইসলামী শিক্ষার অনুসরণ ছাড়া সমাজ ও রাষ্ট্রে সত্যিকারের পরিবর্তন আসবে না।
তিনি দেশের জনসংখ্যাকে শক্তিশালী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। ড. আজহারী বলেন, “বাংলাদেশের জনসংখ্যা একটি অমূল্য সম্পদ। যদি আমরা এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারি, তবে দেশের উন্নতি অনেক গুণ বৃদ্ধি পাবে।” তিনি মানবসম্পদ ব্যবহারের ক্ষেত্রে ইসলামের শিক্ষা অনুসরণ করার তাগিদ দেন এবং উদাহরণ হিসেবে রসুলুল্লাহ (স.)-এর জীবন থেকে শিক্ষা নিতে বলেন।
প্রবাসী শ্রমিকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে, তিনি বলেন, “বাংলাদেশের শ্রমিকরা বিদেশে কাজ করলেও তাদের শ্রমের মূল্য খুব কম। ভারতীয় শ্রমিকরা দক্ষতার কারণে বেশি মজুরি পায়, আর আমাদের শ্রমিকদের মজুরি তুলনামূলক কম। তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, যাতে বিদেশে তাদের মজুরি বৃদ্ধি পায় এবং রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী হয়।
ড. আজহারী দেশের মানবসম্পদ উন্নয়ন এবং জনগণের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সরকারের কাছে আবেদন করেন, “১৮ কোটি জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, তাহলে বাংলাদেশ দ্রুত উন্নতির শিখরে পৌঁছাবে।
এছাড়া, যশোরে এই মাহফিলে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন। মাহফিলের পাশাপাশি আয়োজিত ইসলামী বইমেলা ও প্রদর্শনীতে ২২টি স্টল এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ রাখা হয়, যা উপস্থিতদের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে।