
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী নির্বাচনে পরাজিত শক্তির কেউই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব।
বৃহস্পতিবার রাতে একটি সর্বদলীয় বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “জুলাই মাসের গণআন্দোলনের পর যে নতুন সরকার গঠন হয়েছে, তা এখনো কোনো বিপ্লবী পরিবর্তন আনতে পারেনি। তবে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং পরাজিত শক্তির দোসরদের বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “২০১৩ সালের শাপলা চত্ত্বরের ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এছাড়া, ২০২১ সালে যারা ওলামায়ে কেরামের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
এদিনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।