
আওয়ার টাইমস নিউজ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশই প্রথম দেশ হিসেবে তার প্রশাসনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
আশিক চৌধুরী লেখেন, “বাংলাদেশ সরকার আজ ট্রাম্প প্রশাসনের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের ওপর ভিত্তি করে একটি ল্যান্ডমার্ক চুক্তি সই করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ, যারা তার সঙ্গে কোনো ডিল সাইন করলাম। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।”
তিনি আরও উল্লেখ করেন, গ্যাস সংকট মোকাবিলায় এই চুক্তি একটি দীর্ঘমেয়াদি সমাধান। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বাইরে একটি আকর্ষণীয় বিকল্প। এই চুক্তি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলএনজি চুক্তি নিয়ে তিনি বলেন, “লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি আমাদের উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। এ চুক্তির মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি যে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পার্টনার। আমরা বলতেই পারি যে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে আমাদের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির মিল রয়েছে।”
এর আগে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় চুক্তি করে। এই চুক্তির আওতায় বাংলাদেশ বছরে ৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে।