
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে দুর্বার রাজশাহী স্বস্তির জয় পেয়েছে। সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তাসকিন আহমেদের দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু রাজশাহীর দুই বোলার মৃত্যুঞ্জয় ও মেহেরবের দাপটে ১৯ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে জাকির হাসান ও জাকের আলী ৩৯ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১২তম ওভারে মেহেরবের বলে জাকের আলী (১৭) বিদায় নেন। এরপর জাকির হাসানও (২৪) মেহেরবের শিকারে পরিণত হন।
নবম উইকেটে পাকিস্তানি ব্যাটার আহসান ভাট্টি ও সুমন খান ৩৬ রানের কার্যকর জুটি গড়ে সিলেটের সংগ্রহকে তিন অঙ্কে নিয়ে যান। শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে আহসান ভাট্টি ফেরার আগে দুই ছক্কায় করেন ২৫ রান। অপরাজিত থেকে সুমন খান ১১ বলে ২০ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১১৭ রান।
রাজশাহীর হয়ে মেহেরব ১৫ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। মৃত্যুঞ্জয় ঝুলিতে ভরেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে আকবর আলী ও রায়ান বার্লের ৭৫ রানের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়। আকবর আলী ৪২ রান করে ফিরলেও বার্ল টিকে থাকেন শেষ পর্যন্ত। ৩৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৮ রানে ম্যাচ শেষ করেন বার্ল।
এই পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো সিলেটের। ১২ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তলানিতে রয়েছে। অন্যদিকে রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফের দৌড়ে স্বস্তিতে রয়েছে।
এ ম্যাচে সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ১৭ রান খরচায় ২ উইকেট নেন। তবে তার পারফরম্যান্স রাজশাহীর জয়ের পথে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।