
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে। আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ ইজতেমায় দেশি-বিদেশি লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন। যান চলাচল ও পার্কিং-সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ডিএমপি একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
১. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস ও ভারী যানবাহন নির্দিষ্ট রুট এড়িয়ে চলাচল করবে।
২. উত্তরের যানবাহনগুলো কামারপাড়া ও আব্দুল্লাহপুর ক্রসিং এড়িয়ে সাভার ও গাবতলীর রুট ব্যবহার করবে।
৩. বিমানবন্দর সড়কে যান চলাচল এড়িয়ে প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভার, ও নিকুঞ্জ গেট রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
৪. আখেরি মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্দিষ্ট এক্সিট পয়েন্টগুলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
৫. পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাতায়াতকারীদের জন্য তুরাগ নদীর পন্টুন ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
পার্কিং নির্দেশনা:
ঢাকা ও চট্টগ্রাম বিভাগ: ১৫ নম্বর সেক্টর সংলগ্ন কদমতলী মার্কেট ও উলুদাহ মাঠ।
সিলেট ও খুলনা বিভাগ: উত্তরার ১৫ নম্বর সেক্টরের লেকপাড় মাঠ।
রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ: ১০ ও ১১ নম্বর ব্রিজ এলাকা এবং বউবাজার মাঠ।
বরিশাল বিভাগ: ধউর ব্রিজ সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
ঢাকা মহানগর: ৩০০ ফিট রোডের নির্ধারিত খালি জায়গা।
সাধারণ নির্দেশনা:
মুসল্লিবাহী গাড়িতে চালকের নাম ও মোবাইল নম্বর দৃশ্যমান রাখতে হবে।
জরুরি প্রয়োজনে চালক ও যাত্রীর মধ্যে যোগাযোগ নিশ্চিত করতে মোবাইল নম্বর শেয়ার করতে হবে।
সড়কে যানজট এড়াতে নির্ধারিত পার্কিং স্থানে গাড়ি রাখার আহ্বান জানানো হয়েছে।
যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে নির্দেশনা মেনে চলতে (ডিএমপি) বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।