
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবলের অন্যতম ক্লাব শেফিল্ড ইউনাইটেডে নতুন যাত্রা শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটিতে কয়েকটি স্মরণীয় মৌসুম কাটানোর পর এবার ‘দ্য ব্লেডস’ নামে পরিচিত শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান মিডফিল্ডারকে।
২৭ বছর বয়সী এই ফুটবলার প্রিমিয়ার লিগের দল লেস্টারের সঙ্গে এখনো আড়াই বছরের চুক্তিতে রয়েছেন। তবে চলতি মৌসুমে মাত্র চারটি লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। নিয়মিত মাঠে খেলার সুযোগ পেতেই তিনি ধারে যোগ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে।
শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। ক্লাবের ওয়েবসাইটে হামজা বলেন, “ওয়াটফোর্ডে কোচের সঙ্গে অল্প সময় কাজ করলেও সেটা দারুণ উপভোগ করেছিলাম। যখন তিনি আমাকে ফোন করলেন, তখন আর কোনো বিকল্প ছিল না। শেফিল্ডে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে হামজাকে ‘বাংলাদেশি ব্লেড’ নামে অভিহিত করে স্বাগত জানিয়েছে। এই নতুন পরিচয়ে হামজাও দারুণ উচ্ছ্বসিত।
সিলেটি শিকড় নিয়ে গর্বিত হামজা
লেস্টার সিটির হয়ে ৯১টি ম্যাচ খেলা হামজা চৌধুরী বার্টন আলবিয়ন এবং ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন। তবে লেস্টারের সাম্প্রতিক মৌসুমে ছন্দ হারানোয় তার জন্য শেফিল্ড ইউনাইটেড নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
২০২৪ সালের ১৯ ডিসেম্বর ফিফার ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলে তার খেলা এখন কেবল সময়ের ব্যাপার। বাংলাদেশি ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে দেশের জার্সিতে মাঠে নামবেন তাদের এই প্রিয় ‘বাংলাদেশি ব্লেড।’