
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সারাদেশে চলমান রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে, যার ফলে রাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। মাইলেজ সুবিধা ও অন্যান্য বেতন-ভাতা সংক্রান্ত দাবিতে কর্মবিরতিতে থাকা ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকারসহ রানিং স্টাফরা সরকারের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করেন।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মবিরতির কারণে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার বাসভবনে শ্রমিক নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন—
বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস।
রানিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন।
আলোচনা শেষে রাত ২:৪৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে এবং রাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বৈঠকের পর রানিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান জানান,
“উপদেষ্টা মহোদয় আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা জনগণের দুর্ভোগ চাই না, তাই কর্মবিরতি প্রত্যাহার করেছি।
ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন,
“বুধবারের মধ্যে আমাদের দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সে প্রতিশ্রুতির ভিত্তিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।
রানিং স্টাফদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন কাঠামোর সঙ্গে রানিং অ্যালাউন্স সংযুক্ত করে পেনশন ও আনুতোষিক সুবিধা নিশ্চিত করা।
২০২১ সালে অর্থ মন্ত্রণালয় রানিং অ্যালাউন্স সীমিত করার সিদ্ধান্ত নেয়, যা রানিং স্টাফদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
২০২২ ও ২০২৩ সালে একই দাবিতে কর্মবিরতি হয়, যা সাময়িক সমাধান হয়েছিল।
২০২৫ সালে পুনরায় এ ইস্যু সামনে আসায় কর্মবিরতি শুরু করেন রানিং স্টাফরা।
এদিকে ‘ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন জানিয়েছেন, “আন্দোলনকারী শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। মধ্যরাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে এবং সকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হবে।
সরকারের প্রতিশ্রুতি ও পরবর্তী পদক্ষেপ-
রানিং স্টাফদের বেতন কাঠামোর সঙ্গে রানিং অ্যালাউন্স পুনঃস্থাপন করা হবে।
পেনশন সুবিধার বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।
রেলের শ্রমিকদের ভবিষ্যৎ দাবি-দাওয়া নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ যাত্রীদের দীর্ঘ অপেক্ষার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।