
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ (১ ফেব্রুয়ারি ২০২৫)। শুক্রবার শুরু হওয়া এই বৃহত্তম ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান, যেখানে ইসলামী জীবনব্যবস্থা, দ্বীনের প্রচার ও মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রথম পর্বের ইজতেমা ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এতে বাংলাদেশের ৪১ জেলা ও ঢাকার কিছু অংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্ব, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন। তৃতীয় ধাপে, ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে অংশ নেওয়া জেলার মধ্যে রয়েছে: গাজীপুর, নড়াইল, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুমিল্লা, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার ডেমরা, কাকরাইল, মিরপুর, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ।
ইজতেমায় অংশ নিতে আসা তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন:
আমিরুল ইসলাম (৪০)
আবদুল কুদ্দুস গাজী (৬০)
সাবেদ আলী (৭০)
তবে তাদের মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা মাঠ মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আয়োজক কমিটির ১০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।
তাবলীগ জামাতের উদ্যোগে আয়োজিত এই ইজতেমা শুধু ধর্মীয় সমাবেশ নয়, বরং বিশ্ব মুসলিমদের ঐক্য, আত্মশুদ্ধি ও ইসলামী শিক্ষা প্রসারের একটি অন্যতম মাধ্যম। ৫৮তম আসরেও লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি দ্বীনের দাওয়াত গ্রহণ করছেন, যা ইসলামের মূল শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে এবং দ্বিতীয় ধাপ শুরু হবে ৩ ফেব্রুয়ারি।