
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে পৌঁছেছে খুলনা।
টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তানজিদ তামিম, যিনি ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। বাকিদের মধ্যে সাব্বির রহমান (২০), মেহেদী রানা (১৩) ও লিটন দাস (১০) রান করেন। তবে ঢাকার ব্যাটিং লাইনআপ ব্যর্থ হয়, কারণ কেউই দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেননি।
১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের শুরুটা ছিল হতাশাজনক। ইনফর্ম ব্যাটার মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন কোনো রান না করেই সাজঘরে ফেরেন। তাদের দুজনকেই দ্রুত ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। মাত্র ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।
কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও অ্যালেক্স রসের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এই দুজন ৪২ বলে ৬৮ রানের পার্টনারশিপ গড়েন। রস ১৯ বলে ২২ রান করে আউট হলে এই জুটি ভাঙে। এরপর উইলিয়াম বসিস্তোর সঙ্গে ৩৮ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন মিরাজ।
শেষদিকে, মিরাজের দুর্দান্ত ইনিংসেই জয় নিশ্চিত হয়। ৫৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৪ রান করে তিনি অপরাজিত থাকেন। মোহাম্মদ নেওয়াজ একটি ছক্কা মেরে জয় নিশ্চিত করেন।
ঢাকার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোস্তাফিজুর রহমান, যিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। রহমত ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে ঢাকাকে হার মানতে হয়।
এই জয়ে ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ পর্ব শেষ করল খুলনা টাইগার্স। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় দুর্বার রাজশাহী টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।