
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিপিএলের প্লে-অফে আজ মাঠে নেমেছিল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী স্কোয়াড সাজিয়ে রংপুর শুরুতে এগিয়ে থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। খুলনার স্পিন ত্রয়ী ও স্থানীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় মেহেদী মিরাজের দল।
সকালে দুবাই থেকে আসা বিদেশি তারকা জেমস ভিন্স, টিম ডেভিড ও আন্দ্রে রাসেল মিলে করেন মাত্র ১২ রান। দলের ইনিংস থামে ৮৫ রানে। আকিফ জাভেদের সাহসী ব্যাটিংয়ে শেষ উইকেটে আসে ৩৫ রান, তবে তাতে হারের লজ্জা কমেনি।
৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম ঝড় তোলেন। মাত্র ৩৩ বলে করেন অপরাজিত ৪৮ রান। অ্যালেক্স রসের সঙ্গে তাঁর ৮৭ রানের জুটিতেই ম্যাচ শেষ করে খুলনা। নাঈমের এই ইনিংস তাঁকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তুলেছে।
মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ মিলিয়ে শিকার করেন ছয়টি উইকেট। স্থানীয় ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে খুলনার কোচ তালহা জুবায়ের বললেন, “আমাদের আসল শক্তি স্থানীয় ক্রিকেটাররাই।”