
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে জায়গা করে নিল ফরচুন বরিশাল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বরিশাল ব্যাট ও বলের দাপটে চট্টগ্রামকে চ্যালেঞ্জার্সকে কোন সুযোগই দেয়নি তামিম ইকবালরা।
চট্টগ্রামের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল শুরু থেকেই ছিল নিয়ন্ত্রিত। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও তাওহীদ হৃদয় তুলে নেন ৪০ রান। তামিম ২৬ বলে ২৯ রান করে আউট হলেও হৃদয়ের ব্যাটিং ছিল দারুণ আত্মবিশ্বাসী। ডেভিড মালানের সঙ্গে জুটি বেঁধে তিনি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান।
৫৬ বলে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হৃদয়। মালান করেন মূল্যবান ৩৩ রান। নির্ধারিত লক্ষ্য বরিশাল ছুঁয়ে ফেলে ১৬ বল ও ৯ উইকেট হাতে রেখেই।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম শুরুতেই বিপাকে পড়ে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই খাজা নাফি বোল্ড হয়ে ফেরেন। এরপর গ্রাহাম ক্লার্ক, মিথুন আলী এবং হায়দার আলীর দ্রুত বিদায়ে দলীয় ৩৪ রানে চট্টগ্রাম হারায় ৪ উইকেট।
তবে ওপেনার ইমন ও শামীম পাটোয়ারীর দৃঢ়তায় কিছুটা ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। ইমন ৩৬ রান করলেও শামীম তুলে নেন ঝোড়ো হাফসেঞ্চুরি। ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে আলী এবং এবাদতের বোলিং তোপে ২০ ওভারে ১৪৯ রানেই থামে চট্টগ্রাম।
টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আত্মবিশ্বাসী বরিশাল। দলের সাফল্যের পেছনে হৃদয়ের অসাধারণ পারফরম্যান্স এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।