
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জুবায়ের অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ চলছে। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে ধর্মীয় আলোচনা ও বয়ান। তিনদিনব্যাপী এই পর্বে দেশ-বিদেশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন।
তাবুর নিচে খিত্তাভিত্তিক অবস্থান নিয়ে মুসল্লিরা ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম। বিদেশি মেহমানরাও জিকির ও ইবাদতে অংশ নিচ্ছেন। মুরুব্বি ও চিল্লার সাথীরা মুসল্লিদের সাথে দ্বীনের আলোচনায় ব্যস্ত সময় পার করছেন।
মুসল্লিরা জানান, এই বৃহৎ ধর্মীয় জমায়েতে অংশ নেওয়ার মাধ্যমে ঈমান আরও মজবুত হয়। আল্লাহর একত্ব ও মুহাম্মদের নবুয়তের ওপর বিশ্বাস কায়েম করার সুযোগ মেলে। সারাদেশের অন্তত ২২টি জেলার ধর্মপ্রাণ মানুষ এই পর্বে অংশ নিয়েছেন।
ইজতেমা মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন।
আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমার এই ধাপ শেষ হবে। এরপর আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।