
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ধর্মীয় নেতা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মুসলমানদের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।
ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ী রোডে অনুষ্ঠিত “মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “মুসলিম জীবনে সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নাহ থেকে বিচ্যুত হলে বিদআত আমাদের জীবনকে গ্রাস করবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক ভিত্তি। বিদআত স্থান পেলে সুন্নাহ বিদায় নেয়। তাই মুসলমানদের তাওহীদ ও সুন্নাহ আঁকড়ে ধরতে হবে।”
তিনি আরও বলেন, “শিরকের সঙ্গে কোনো আপোষ নেই। একইভাবে বিদআতের সঙ্গেও আপোষ করা উচিত নয়। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী বলেন, “ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব অপরিসীম। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলিম জীবনে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সুন্নাহ মেনে চলা ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক কর্মকর্তা মুবারক বিন আমেক আল আনাযী এবং পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াসসুন্নাহর হাফেজ শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ অন্যান্য আহলে হাদিস নেতারা।