
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার কয়েকটি এলাকায় হঠাৎ করেই তীব্র পানির সংকট দেখা দিয়েছে। হাজারীবাগ, লালবাগ, আজিমপুর ও নিউ পল্টনের মতো অঞ্চলে এ সমস্যা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। যদিও কিছু এলাকায় পরিস্থিতির সাময়িক উন্নতি হয়েছে, তবে এখনো অনেক জায়গায় পানির সংকট প্রকট।
জরুরি প্রয়োজনে পানি সংগ্রহের জন্য অনেকেই স্থানীয় পানির পাম্পগুলোতে ভিড় করছেন। তবে তাতেও মিলছে না পর্যাপ্ত পানি। হাজারীবাগের বাসিন্দা শাহদাত আহমেদ রোহান জানান, “গত ১০ দিন ধরে পানির অভাবে আত্মীয়দের বাসায় গিয়ে গোসল করতে হচ্ছে। প্রতিদিনের কাজকর্মও ব্যাহত হচ্ছে।
লালবাগ এলাকার আয়েশা আফিফা বলেন, “এক সপ্তাহ ধরে বাসায় পানি পাচ্ছি না। প্রতিদিন অভিযোগ জানাচ্ছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। পানির পাম্পের লোকেরাও বলতে পারছে না কবে ঠিক হবে।
ঢাকা ওয়াসার মডস জোন-২-এর উপ-সহকারী প্রকৌশলী রোকেয়া বেগম জানান, কিছু এলাকায় পাম্পগুলোর সক্ষমতা বাড়াতে কাজ চলছে। তবে কিছুটা সমস্যা থাকলেও পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, একই জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, “এমন সমস্যার কথা আমার জানা ছিল না। এখনই বিষয়টি সরেজমিনে যাচাই করছি।
অনেক ভুক্তভোগী ওয়াসার পানির লরির জন্য আবেদন করলেও তা পৌঁছাতে একদিন বা তারও বেশি সময় লাগছে। এছাড়া নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।
ওয়াসা জানিয়েছে, আগামী ১০-১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। তবে বাসিন্দাদের প্রশ্ন, সাময়িক সমাধান নয়, স্থায়ীভাবে এ সমস্যা নিরসনের কোনো পরিকল্পনা আদৌ আছে কি না। দীর্ঘমেয়াদী পদক্ষেপের অভাবে এ ধরনের দুর্ভোগ বারবার ফিরে আসছে, যা নগরবাসীর জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।