
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানি সম্প্রতি তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, আয়নাঘর থেকে উদ্ধারকৃত ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল তাকে, যা তার শারীরিক ও মানসিক অবস্থা নষ্ট করে দিয়েছিল।
তিনি তার পোস্টে বলেছেন, “এ ইলেকট্রিক চেয়ারে আমাকে বসানো হয়েছিল। এর কারণে আমি এমন এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলাম যে, কাশিমপুর ২ এর জাহাঙ্গীর ভাই নামে একজন ব্যক্তি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন।
তিনি আরও বলেন, একই রুমে থাকা খোকন ভাই নামের একজন ছিলেন, যিনি শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে অল্প বয়সে মারা যান।
এছাড়া, তিনি সেলগুলোর অবস্থান বর্ণনা করে বলেন, “আমাকে রাখা হয়েছিল মাত্র ২ ফিট বাই ৪ ফিট জায়গায়, যেখানে টয়লেটও ছিল। নড়াচড়া করতে পারতাম না এবং নামাজ পড়তে গেলে হাতের দুই পাশ দেয়ালে লাগতো।
এর আগে, উপদেষ্টা আসিফ মাহমুদও ফেসবুকে পোস্ট করে জানান, “এমন ৯টি সেল ছিল, যেখানে মাটিতে শুয়ে ঘুমানোর কোনো জায়গা ছিল না।
এই ভয়াবহ অভিজ্ঞতার কথাগুলি মাদানি ও আসিফ মাহমুদের পোস্টে সাড়ে ৪ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং জনগণের মধ্যে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে।