
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য প্রথমে রাত সাড়ে নয়টায় বিষয়টি জানান, পরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার রাত ১১টার দিকে তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
আজাদের পোস্ট অনুযায়ী, অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের মধ্যে কী আলোচনা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে তিনি আশ্বাস দিয়েছেন, আলোচনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে।
এদিকে, পিনাকী ভট্টাচার্যের পোস্টে বলা হয়েছে, “প্রফেসর ইউনূসের সাথে ইলন মাস্ক আজকে ভার্চুয়াল মিটিং করেছেন। সামনে আসছে নতুন দিন, নতুন সম্পর্ক।
এই বৈঠক কি বাংলাদেশে প্রযুক্তি ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে? নাকি এটি কেবলই সৌজন্যমূলক আলোচনা? উত্তরের জন্য অপেক্ষায় দেশবাসী।