
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার গণপরিবহনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে মেট্রোরেল। একদিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রথমবারের মতো ৪ লাখের ঘর পেরোল মেট্রোরেল
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল সেবা গ্রহণ করেছেন ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী। এ তথ্য নিশ্চিত করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মাইলফলক অর্জনে তারা যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এর আগে ৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩ লাখ ৮৩ হাজার যাত্রী এবং ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছিলেন। সাধারণত প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন বলে জানিয়েছে ডিএমটিসিএল।
মেট্রোরেল চালুর পর থেকে এর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা, জানিয়েছিলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
ডিএমটিসিএল জানিয়েছে, মে মাস থেকে মেট্রোরেলের সেবা সপ্তাহে ছয় দিনের পরিবর্তে সাত দিন চালু করার পরিকল্পনা রয়েছে।
যানজট কমিয়ে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরবর্তীতে সেটি মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়, যা ঢাকার যাতায়াতে বড় পরিবর্তন এনেছে।