
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির সফলতার জন্য দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকার পল্টন মোড়ে বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৩ বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকা এ টি এম আজহারুল ইসলামকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং ন্যূনতম চিকিৎসা সেবাও দেওয়া হয়নি।
জামায়াতের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরও তাকে মুক্তি না দেওয়া রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তারা বিক্ষোভের মাধ্যমে এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছে এবং জনগণের সমর্থন প্রত্যাশা করছে।