
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করেছিল, যেখানে অভিযোগ ছিল, ২০০১-২০০৬ মেয়াদে ক্ষমতার অপব্যবহার করে কানাডিয়ান কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধানের অবৈধ সুবিধা দেওয়া হয়েছিল, যা রাষ্ট্রীয়ভাবে প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতি করে।
২০০৮: খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।
২০২৩: মামলার অভিযোগ গঠন করা হয়।
২০২৫: ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষ্য দেন।
১৯ ফেব্রুয়ারি: আদালত রায়ে বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তারা খালাস পাচ্ছেন।
মামলার অন্যতম আসামি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, যাদের মৃত্যুর কারণে আগেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের প্রশংসা করে বলেন, “এটি ন্যায়বিচারের জয়।” তবে দুদকের পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দেওয়া হয়েছে।