
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কারা অধিদপ্তর। তারা জানিয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০২ জন বন্দি একসঙ্গে পালিয়ে যায়, যার মধ্যে ৮৭ জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
ঘটনার বিস্তারিত
কারা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দিরা কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যান। ঘটনার পর ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৫১ জন বন্দিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় অভিযান চালাচ্ছে।
কারা অধিদপ্তর জানিয়েছে, জেমির পলায়ন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তারা বলছে, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং শিগগিরই সব পলাতক বন্দিকে আইনের আওতায় আনা হবে।
এই ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছে যে, দোষীদের ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।