
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব (পাসওভার) উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে ইসরায়েল। গত ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু হলেও, ইহুদিদের বসন্তকালীন উৎসব ১২ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত, স্টিভ উইটকফ এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, এবং ইসরায়েল সরকার এর বাস্তবায়নের জন্য সম্মতি দিয়েছে। এর আগে ১৯ জানুয়ারি থেকে গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যেখানে হামাস ২৫ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে ৮ জন নিহত জিম্মির মরদেহও হস্তান্তর করেছে।
তবে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল আগ্রহী নয় এবং তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস এই প্রক্রিয়াকে সমর্থন না করে, দ্বিতীয় ধাপের আলোচনার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
এদিকে, গাজার ধ্বংসস্তূপের মধ্যে আরও ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে, ফলে নিহতের সংখ্যা প্রায় ৪৮,৪০০ জনে পৌঁছেছে।