
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে।
২০১৮ সালের ২৯ অক্টোবর, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা দিয়েছিল। তবে, ২০১৮ সালের ১৮ নভেম্বর খালেদা জিয়া হাইকোর্টে আপিল করলে, হাইকোর্টের বেঞ্চ ২০১৯ সালের ৩০ এপ্রিল তার আপিল গ্রহণ করে এবং কারাদণ্ড স্থগিত করে। এরপর, গত বছর ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে মামলায় খালাস দেয়।
এদিকে, রাষ্ট্রপক্ষ ও দুদক হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে এবং আজ এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। দুদকের আইনজীবী আসিফ হোসাইন জানান, দুদকের আবেদনটি কার্যতালিকায় না থাকায়, রাষ্ট্রপক্ষের সঙ্গে একসঙ্গে শুনানির জন্য সময় চাওয়া হয়।
আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি হবে।