
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইরানের দুই নাগরিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্র জানায়, আহত দুই ইরানি নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মোহাম্মদ মেহেদী (১৮)। তারা বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন। স্থানীয়দের সঙ্গে মুদ্রা বিনিময় সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক হলে তাদের ‘ছিনতাইকারী’ বলে সন্দেহ করে একদল মানুষ তাদের ঘিরে ধরে এবং মারধর করে।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তবে তাদের সঙ্গে থাকা আরেকজন ব্যক্তি, যিনি গাড়িচালক বলে ধারণা করা হচ্ছে, ঘটনার পরপরই পালিয়ে যান।
ওসি মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে বলে মনে হচ্ছে। তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”
বর্তমানে আহত দুই ইরানি নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে।