
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে অনেক দেশ থেকে সহযোগিতা পাওয়ার প্রস্তাব এসেছে। মঙ্গলবার (১১ মার্চ) অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব, তবে এই প্রক্রিয়া সহজ হবে না।
তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা, যিনি এই বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা পেতে সক্ষম হয়েছেন।” আনিসুজ্জামান চৌধুরী আরও বলেন, যেসব দেশে এই পাচার হওয়া টাকা গেছে, সেসব দেশ এগুলোর উপকারভোগী। আন্তর্জাতিক আইন অনুযায়ী, তারা সহজে এসব টাকা ছাড়বে না, তবে প্রধান উপদেষ্টা এ বিষয়ে তাদের সহায়তার প্রস্তাব পেয়েছেন।
তিনি আরও বলেন, “আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি এবং আশাবাদী যে আমরা সফল হবো।” অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে যোগাযোগ শুরু করেছেন এবং বিষয়টি সমাধানে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আনিসুজ্জামান চৌধুরী।