
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে পুলিশের অভিযানে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকার এক ঝুঁপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের পরিকল্পনায় ১৮ জন রোহিঙ্গা আটকায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ নারী, ৫ শিশু ও ২ পুরুষ রয়েছেন।
অভিযানটি বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭:৩০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শুরু হয়, যেখানে জানা যায়, ওই ঝুঁপড়ি ঘরে পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাদের জিম্মি করে রাখা হয়েছিল। পুলিশের তৎপরতায় স্থানীয় দালাল হিসেবে পরিচিত মেহবুব প্রকাশ নেজাম উদ্দিনকে পাচারের কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
উদ্ধারকৃত শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
এই অভিযান মালয়েশিয়া পাচারের বিরুদ্ধে চলমান কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।