
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়তে থাকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। শনিবার (২২ মার্চ) সকাল ৯টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ২২৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে।
আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের অন্য দূষিত শহরগুলোর অবস্থান নিম্নরূপ:
২য়: দিল্লি, ভারত (১৯৪)
৩য়: লাহোর, পাকিস্তান (১৯১)
৪র্থ: চিয়াং মাই, থাইল্যান্ড (১৭৪)
৫ম: হ্যানয়, ভিয়েতনাম (১৬৮)
৬ষ্ঠ: হো চি মিন সিটি, ভিয়েতনাম (১৫৬)
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বায়ুর গুণমানকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়:
০-৫০: ভালো
৫১-১০০: সহনীয়
১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর
১৫১-২০০: অস্বাস্থ্যকর
২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি: বিপজ্জনক
ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের অন্যতম কারণ হল নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া এবং শিল্প-কারখানার বর্জ্য। দূষণের এই মাত্রা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য।
পরিবেশবিদরা বলছেন, দূষণ কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বায়ুদূষণ নিয়ন্ত্রণে শক্তিশালী নীতিমালা বাস্তবায়ন, দূষণকারী উৎস নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।