
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, পাশাপাশি কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
চলমান মৌসুমী পরিবর্তনের কারণে কালবৈশাখীর প্রভাব দেখা যাচ্ছে।
দমকা হাওয়ার কারণে গাছপালা ও দুর্বল কাঠামোর ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ফলে গরম কিছুটা কমতে পারে, তবে বজ্রপাতের সময় সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা পরামর্শ দিচ্ছেন, ঝড় ও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার জন্য এবং কৃষকদের তাদের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।