
আওয়ার টাইমস নিউজ।
সম্পাদকীয় কলামঃ সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং এটি সমাজের দর্পণ। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে সমাজে সঠিক তথ্য প্রবাহ ব্যাহত হয়। বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নতুন প্রজন্মের আগ্রহ ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক গবেষণায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
গণমাধ্যমের প্রতি আস্থার এ সংকটের কারণ কি?
বর্তমানে অনেক সংবাদমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন, অতিরঞ্জিত তথ্য ও রাজনৈতিক প্রভাবের কারণে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। শিক্ষার্থীরা মনে করেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ কমছে, যা সত্য প্রকাশের পথে বাধা তৈরি করছে।
ঠিক কি কারণে শিক্ষার্থীরা সাংবাদিকতার পেশায় আগ্রহ হারাচ্ছেন?
গবেষণায় দেখা গিয়েছে, অনেক শিক্ষার্থী সাংবাদিকতার সামাজিক ভূমিকা, সত্য প্রকাশের শক্তি এবং পরিবর্তন আনার সুযোগের কারণে এই পেশায় আসতে চান। তবে গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় তারা দ্বিধায় থাকেন।
এর কার্যকারি সমাধান কী?
বিশ্ববিদ্যালয়ে হাতে-কলমে প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং মেন্টরশিপ নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা সাংবাদিকতা পেশার প্রতি আস্থা ফিরে পাবে। পাশাপাশি, সংবাদমাধ্যমগুলোকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ থাকতে হবে, যাতে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারেন।
সাংবাদিকতা কেবল খবর প্রচার নয়, এটি সত্যের অনুসন্ধান। তাই বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই হবে এই পেশার ভবিষ্যৎ টিকিয়ে রাখার মূল চাবিকাঠি।
হুসাইন আল আজাদ ইবনে নোয়াব আলী।
সম্পাদক প্রকাশক: আওয়ার টাইমস নিউজ।