
আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। সোমবার (২৪ মার্চ) সেনাসদরে শহীদের পিতার হাতে তিনি এই সহায়তা তুলে দেন।
এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর আবু সাঈদের পিতা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাকে রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এছাড়া, গতকাল (২৩ মার্চ) সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নেন শহীদ আবু সাঈদের পিতা। ওই অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মান জানানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে চলমান আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।