
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট::মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা।
বুধবার (২৬ মার্চ) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সংবর্ধনা শেষে অতিথিরা অস্থায়ী নামাজের শেডে একত্রে নামাজ আদায় করেন। এক ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চেয়ারে বসে নামাজ আদায় করছেন।
স্বাধীনতা দিবসের এই আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতির পাশাপাশি সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি পুরো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে।