
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচিতে এ বিষয়ে কোনো উল্লেখ নেই।
শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাংকক সফরসূচি প্রকাশ করে। এতে জানানো হয়, তিনি শুধুমাত্র বিমসটেকের বর্তমান সভাপতি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন।
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে ২ এপ্রিল ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের এবং ৩ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি উভয়ই থাইল্যান্ড সফর করবেন।
বাংলাদেশের পক্ষ থেকে মোদি-ইউনূস বৈঠকের আগ্রহ জানিয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হলেও নয়াদিল্লি কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে।