
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। যিনি ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে ফুটবল ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হামজাকে নিয়ে রীতিমতো বাংলাদেশের ফুটবলে নব উৎসবের আমেজ তৈরি হয়েছে।
হামজা শুধু বিশ্বমানের ফুটবলেরই নয়, বরং তিনি একজন ইসলাম প্রিয় মানুষ। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন তিনি ফিলিস্তিনের পতাকাবাহী একটি ব্রেসলেট হাতে দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ছবি পোস্ট করেন। মুহূর্তেই সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। হামজার সেই পোস্টে ২১ হাজার কমেন্ট করে ফেসবুক ইউজাররা।
মা’জ’লুম ফি’লিস্তি’নিদের প্রতি বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি সম্রাট হামজা চৌধুরীর ভালোবাসা দেখে বাংলার ফুটবল এবং ক্রিকেট ভক্তরা হামজাকে প্রশংসায় ভাসিয়েছে।
অনেকেই লিখেছেন, হামজা শুধু একজন ভালো ফুটবলারই নয়, বরং তিনি একজন আল্লাহ্ বীরু মুসলিম, ইসলাম প্রিয় মানুষ, হামজাতে আমি সীমাহীন মুগ্ধ হয়েছি। আরেকজন লিখেছেন, হামজা থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের। আশ্চর্যের বিষয় হলো, হামজাকে নিয়ে ২১ হাজার কমেন্টে নেটিজেনরা শুধু তাকে প্রশংসাই ভাসিয়েছেন।