
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সামরিক বাহিনী গত ১০ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নারী, পুরুষ, বৃদ্ধ এবং শিশুরাও রেহাই পাচ্ছে না। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত ১০ দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২২ শিশু নিহত হয়েছে।
হামলায় আহত হয়েছে আরও ৬০৯ জন শিশু। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন শিশু নিহত বা পঙ্গু হচ্ছে। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগেও হামলা চালানো হয়, যার ফলে সেখানে চিকিৎসাধীন শিশুরা হতাহতের শিকার হয়।
ইসরাইল গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। এসব হামলায় গাজায় বসবাসরত বহু শিশু নিহত ও আহত হয়েছে। যুদ্ধবিরতি থাকা অবস্থায়ও শিশুদের জন্য নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, “যুদ্ধবিরতি শিশুদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জীবনরেখা। কিন্তু ইসরাইলি হামলায় শিশুরা আবারও সহিংসতা এবং বঞ্চনার চক্রে নিমজ্জিত হয়েছে।”
ইউনিসেফ জানিয়েছে, গত ১৮ মাসে চলমান সহিংসতায় ১৫ হাজারের বেশি শিশু নিহত এবং ৩৪ হাজারের বেশি আহত হয়েছে। প্রায় দশ লক্ষ শিশু বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছে।
গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবা ক্রমশ সংকটাপন্ন হয়ে পড়েছে। অপুষ্টি, রোগ এবং অন্যান্য প্রতিরোধযোগ্য সমস্যার কারণে শিশুমৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
ইউনিসেফ জানিয়েছে, শিশুদের সুরক্ষার জন্য মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, সকল সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইউনিসেফ।