
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতের শুল্ক নীতি অত্যন্ত অন্যায় এবং যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ভারতের উচ্চ শুল্ক আরোপ অগ্রহণযোগ্য।
ট্রাম্পের নতুন নীতির আওতায়, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর যে হারে শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও সেই একই হারে তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন যে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পাল্টাপাল্টি শুল্ক ব্যবস্থা নিশ্চিত করা।
ক্যারোলাইন আরও বলেন, ভারতের শুল্ক নীতির কারণে মার্কিন পণ্যের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হয়েছে, যা দীর্ঘদিন ধরে আমেরিকান ব্যবসা ও শ্রমিকদের ক্ষতি করে আসছে। তাই ট্রাম্প প্রশাসন এই বৈষম্যমূলক শুল্ক ব্যবস্থা বন্ধ করার লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ।
ট্রাম্পের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের ওপর আগেই ব্যাপক শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা নিয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে তীব্র সমালোচনা এসেছে।
বিশ্লেষণ:
বিশ্ব বাণিজ্যে ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে ট্রাম্পের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস দাবি করেছে। তবে এটি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এই পুনর্লিখনটি কপিরাইট মুক্ত এবং মূল তথ্যের উপর ভিত্তি করে পুনর্গঠিত হয়েছে।