
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত যুদ্ধবিধ্বস্ত শহর রাফায় ফের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মাত্র দুই মাস আগেই যুদ্ধবিরতির সুবাদে ঘরে ফেরা বাসিন্দারা আবারও গৃহহীন হয়ে পড়েছেন। নতুন করে রাফা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী, আর এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় রাফায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৭ জন। রাফা থেকে পালিয়ে খান ইউনিসে আশ্রয় নেয়া এক বাসিন্দা বলেন, “রাফা শেষ হয়ে গেছে। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই।”
আহত ও বেঁচে যাওয়া অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘুমিয়ে থাকা অবস্থাতেই বোমা বর্ষণ চলছে। তাঁবুতে আশ্রয় নেয়া মানুষগুলোর জন্য নেই নিরাপত্তা, নেই খাবার, নেই চিকিৎসা।
যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়ে গেলেও নতুন করে কোনো শান্তিচুক্তি হয়নি। এর মধ্যেই ইসরায়েল গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে আগের তুলনায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে গাজার মানবিক সঙ্কট।
বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় গাজাবাসীদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা আরও প্রকট হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।