
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী সামরিক আগ্রাসনের দায়ে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক মহল মনে করছে, ইসরায়েল কর্তৃক গৃহীত সামরিক পদক্ষেপগুলো শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং সেগুলো গণহত্যার পর্যায়ে পড়ে।
এছাড়া, গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এও মামলা চলছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছে গাজায় সংঘটিত অসংখ্য বেসামরিক হত্যাকাণ্ড, শিশু ও নারীসহ সাধারণ মানুষের ওপর চালানো নিষ্ঠুরতা, এবং হাসপাতাল ও ত্রাণকেন্দ্রে হামলার মতো গুরুতর অপরাধ।
এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং বহু দেশের নেতারা ইসরায়েলের এই আগ্রাসন ও অপরাধের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, এই গ্রেপ্তারি পরোয়ানা শুধু একটি আইনি পদক্ষেপ নয়—এটি একধরনের আন্তর্জাতিক বার্তা, যে বিশ্ব আর নীরব থাকবে না। গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িতদের বিচার হবেই।