
আওয়ার টাইমস নিউজ।
টাইমস ডেস্ক: প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার বিশ্বজুড়ে পালিত হয় ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামী প্রশংসা দিবস। দিনটির উদ্দেশ্য—স্বামীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের মাধ্যমে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করা।
স্বামীদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই বিশেষ দিবসটির প্রচলন। যদিও এর সূচনার সুনির্দিষ্ট ইতিহাস নেই, তবে দাম্পত্য জীবনে স্বামীর ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে উপলব্ধি করেই এটি উদযাপনযোগ্য হয়ে উঠেছে।
বর্তমান সময়ে বহু স্বামী শুধু উপার্জন করেই থেমে থাকেন না, বরং সন্তান প্রতিপালন, গৃহস্থালির কাজ এবং মানসিক সহযোগিতায় স্ত্রীদের পাশে থেকে একটি পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মনোবিজ্ঞানীদের মতে, প্রশংসা সম্পর্ককে সুদৃঢ় করে। সামান্য একটি ভালোবাসার বাক্য বা একটি ছোট্ট উপহারও দাম্পত্য জীবনে এনে দিতে পারে নবউজ্জীবন।
বিশ্লেষকরা মনে করেন, স্ত্রী যেমন পরিবারের মূল ভিত্তি, স্বামীও তেমনি একটি সম্পর্কের স্তম্ভ। তাই সম্পর্কের ভারসাম্য রক্ষায় এমন একটি দিন উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজকের দিনটি হোক একজন স্বামীকে বলা—”তুমি অনেক ভালো করছো”—এই কথাটি জানানোর এক বিশেষ উপলক্ষ।