
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ সিলেটে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টে মঙ্গলবার (২২ এপ্রিল) তৃতীয় দিনের খেলা তিন ঘণ্টা পর শুরু হয়। দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক অপরাজিত থেকে দিনের সূচনা করেন। প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে ২৫ রানে পিছিয়ে থেকে।
খেলার দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৫ রান, লিড এখন ৭৩ রান।
তবে লিডের আগে দলীয় ৭৩ রানে জয় বিদায় নেন, তার ব্যাট থেকে আসে ৩৩ রান। এরপর মুমিনুল হকও আউট হন ৪৭ রানে, যদিও তার ব্যাটে আসে অধিনায়ক শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ ৬৫ রানের জুটি।
মুশফিকুর রহিম দ্রুতই ৪ রানে ফিরলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৯১ রানে, জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান, পায় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে দিন শেষে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৭।
এই পিচে চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে যদি ২৫০ রানের বেশি লক্ষ্য দেওয়া যায়, তবে তা নিরাপদ মনে করা হচ্ছে।