
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীজুড়ে নকশা না মেনে নির্মাণ করা ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছে রাজউক। নির্মাণাধীন এসব ভবনের প্রতিটি নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
এক নগর সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “যেসব ভবন অনুমোদিত নকশার বাইরে গিয়ে তৈরি হয়েছে, তাদের চিহ্নিত করেছি। অবৈধ অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে এবং এটা চলতেই থাকবে।
প্রথম ধাপে এসব ভবনের বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, নকশা বাতিল এবং প্রয়োজন হলে ভবন সিলগালা করাও হবে।
তিনি আরও বলেন, “আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। আমরা চাই শহরটি পরিকল্পিত হোক, আর সেটার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।
ঢাকার উন্নয়নে একক সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নগর সরকার বা একটি মেয়রের অধীনে সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে আনতে না পারলে উন্নয়নের সমন্বয় সম্ভব নয়।
এছাড়া নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলে জানান রাজউক চেয়ারম্যান। বরং দখলে থাকা প্লটগুলো উদ্ধার করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
রাজধানীর ভবন নির্মাণে অনিয়ম রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, রাজধানীর নানান এলাকায় এখনো অসংখ্য ভবন অনুমোদনবিহীনভাবে গড়ে উঠছে। এবার রাজউকের পক্ষ থেকে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেওয়ায় চাপে পড়তে পারেন অসংখ্য ভবন মালিক।