
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কারণেই দেশের দুর্বল অর্থনীতি এখন ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আপনাদের অবদানের কারণেই আজকের এই অবস্থান। আপনারা দেশের বাইরে থাকলেও আপনারা বাংলাদেশের অংশ। আপনাদের ছাড়া আমাদের পুনরুদ্ধার সম্ভব হতো না।
প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে বিশেষ সেবার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, দেশে আগমন ও গমন যেন সহজ ও আনন্দময় হয়, সে লক্ষ্যে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা দেওয়া হবে।
কার্গো পরিবহনের ভাড়া কমানোর বিষয়ে তিনি জানান, শুধুমাত্র ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ব্যবহার করেও পণ্য পরিবহনের সুযোগ বাড়ানো হচ্ছে। যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিবহণেও এখন সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাসপোর্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রবাসীদের মতামতও কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।