
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে ছয় নারী জনতার হাতে ধরা পড়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটক নারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন—ইভা আক্তার (৩৫), সুলতানা খাতুন (২৪), মোর্শেদা খাতুন (২০), রাবেয়া খাতুন (১৮), শাহনাজ পারভিন (২৩) এবং নারগিস খাতুন (২১)।
ভুক্তভোগী তানিয়া (৩৪) জানান, তিনি বেনাপোল বাজার থেকে ইজিবাইকে করে বাসায় ফিরছিলেন। পথে তালশারী এলাকায় ওই ছয় নারী ইজিবাইকে ওঠে। তারা গাদাগাদি করে বসে এবং কিছু টাকা ফেলে তাকে তুলতে বলেন। তানিয়া নিচু হলে একটি ছোট কাটার দিয়ে তার গলার স্বর্ণের চেইন কাটার চেষ্টা করা হয়। তিনি চিৎকার দিলে স্থানীয় যুবক মফিজুর রহমান পিন্টু এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে ফেলেন।
আটক নারীদের একজনের কোলে একটি শিশু সন্তানও ছিল, যা দেখে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছিল।
আটক ইভা আক্তার দাবি করেন, তারা বেনাপোলে হারিয়ে যাওয়া এক ভাইকে খুঁজতে এসেছিলেন। তবে কোন ঠিকানা, পরিচয় বা নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তারা, যা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, তদন্তে তাদের বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইয়ের চেষ্টা প্রমাণিত হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।