
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) ভোররাতে মহেশপুর উপজেলার মধুপুর গ্রামের কাছাকাছি ভারতের সীমান্তবর্তী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ওবায়দুল (২৩), তিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এবং হানিফ আলীর ছেলে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা গণমাধ্যমকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, রোববার ভোরের দিকে সীমান্তের যাদবপুর গ্রামের বিপরীত দিক থেকে গুলির শব্দ শোনা যায়। এরপর অনেকে সীমান্তের কাছে গিয়ে ভারতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জানা যায়, বিএসএফের গুলিতে ওবায়দুল মারা গেছেন।
আনসার ও ভিডিপি সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ওবায়দুল মাদকদ্রব্য পাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ফেনসিডিলসহ ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।