
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষিত হয়েছে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তার নিয়োগ নিশ্চিত করেছে। তবে শপথ নিলেও তিনি কতদিন দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
জানা গেছে, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল সম্প্রতি ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী ঘোষণা করেছেন। ফলে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল হয়।
কিন্তু সমস্যা হলো, সেই নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ মে। ফলে শপথ নেওয়ার পর ইশরাক হোসেনের হাতে দায়িত্ব পালনের সময় থাকছে মাত্র ১৫-১৬ দিন। এরপর নতুন নির্বাচন না হলে আবার প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।
অনেকেই প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশন কেন তড়িঘড়ি করে আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করলো? কেউ কেউ মনে করছেন, কোনো চাপের মুখেই হয়তো দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সময়মতো সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, মেয়াদকাল প্রায় শেষের পথে থাকায় এই অল্প সময়ে ইশরাকের কার্যত কিছু করার সুযোগ থাকবে না। যদি তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে চান, তাহলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করেই নির্বাচনে যেতে হবে।
বর্তমান আইনে এ ধরনের পরিস্থিতির জন্য পরিষ্কার নির্দেশনা না থাকায় বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। তাই শপথ নেওয়ার পর ইশরাক কতদিন মেয়র থাকবেন এবং ভবিষ্যত কী হবে, তা সময়ই বলে দেবে।