
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে। ইসলামি মূল্যবোধ সংরক্ষণ এবং কোরআন-সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে এই সমাবেশ ডাকা হয়েছে।
সমাবেশ সফল করতে রাজধানীসহ সারা দেশে সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন মাদরাসায় দাওয়াতি সফর, মতবিনিময় সভা ও সংহতি কর্মসূচির মাধ্যমে নেতারা সর্বস্তরের ওলামায়ে কেরামের সহযোগিতা কামনা করছেন।
হেফাজতের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেছেন, নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ ইসলামী শরীয়াহর পরিপন্থী এবং সামাজিক ও পারিবারিক কাঠামোর জন্য হুমকি। তাঁরা বলেন, ইসলাম নারী ও পুরুষকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে এবং পারিবারিক আইন ইসলামের মৌলিক অংশ।
মহাসমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা এবং বাইরের জেলা থেকেও অংশগ্রহণকারীদের ঢাকায় আগমনের প্রস্তুতি চলছে। একইসঙ্গে হেফাজতের নেতারা ইসলামবিরোধী সব ধরনের নীতি পরিহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।
এ ছাড়া, অন্যান্য ইসলামি সংগঠন যেমন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও পয়ামে ইনসানিয়াত বাংলাদেশও নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জানিয়েছে। তাঁরা এসব সুপারিশকে ধর্মীয় বিশ্বাস ও জাতীয় মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন।
হেফাজতের দাবি অনুযায়ী, ৩ মে’র সমাবেশ হবে এক গুরুত্বপূর্ণ ইসলামি গণজাগরণের প্রতিচ্ছবি।