
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবলের সামনে আরেকটি নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কানাডায় জন্ম নেওয়া মিডফিল্ডার সামিত সোম অবশেষে হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। এখন শুধুমাত্র ফিফার ছাড়পত্র পেলেই জাতীয় দলের জার্সি গায়ে উঠবে তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন, সামিত ইতোমধ্যেই নাগরিকত্ব সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। এখন বাকি শুধু ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’র অনুমোদন। প্রয়োজনীয় কাগজপত্র ফেডারেশন থেকে পাঠানো হচ্ছে বলেও জানা গেছে।
২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মা দুজনেই বাংলাদেশি হলেও জন্ম ও শৈশব কেটেছে কানাডায়। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর দীর্ঘ সময় আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলেন। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে।
এদিকে আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সে ম্যাচেই সম্ভবত সামিতের অভিষেক হতে পারে জাতীয় দলে—তবে তা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর।
প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের বাংলাদেশ দলে আসার যে ধারা শুরু করেছিলেন জামাল ভূঁইয়া, তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হতে যাচ্ছেন সামিত। জামালের পথ ধরেই এসেছেন তারিক কাজী, আর সম্প্রতি অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে হামজার পারফরম্যান্সে যেমন দর্শক উচ্ছ্বসিত, তেমনি উজ্জীবিত হচ্ছেন অন্যান্য প্রবাসী ফুটবলাররাও।
সব কিছু ঠিক থাকলে, সামিত সোম হতে যাচ্ছেন বাংলাদেশের মধ্যমাঠে নতুন ভরসা—একজন ‘মিডফিল্ড জেনারেল।