
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান তিনি। গাড়ি থেকে নামার পর হেঁটেই বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় বাড়ির সামনের সড়কে হাজারো মানুষ তার আগমনে স্লোগানে মুখর হয়ে ওঠে।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, যারা দলনেত্রীকে অভ্যর্থনা জানান।
বেগম জিয়ার সঙ্গে ফিরেছেন তার দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় তাকে একনজর দেখতে ভিড় করেন বিএনপির নেতা-কর্মীরা। পুরো রুটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কথা জানার পর কাতারের আমির ব্যক্তিগতভাবে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। সেটিতেই তিনি লন্ডনে গিয়েছিলেন এবং চার মাস পর আবার সেই বিশেষ বিমানে করেই মঙ্গলবার দেশে ফিরেছেন।